সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না

দেশে ফিরেছেন ৫০ হাজারের বেশি হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন অর্ধলাখের বেশি বাংলাদেশি হাজি। চলতি বছর হজ শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে মোট ১২৯টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫০ হাজার ৩৬ জন হাজি। এদিকে, হজ পালনকালে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৩৮ জন বাংলাদেশি। হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার (২৫ জুন) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়, বাংলাদেশি হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৫ হাজার ৩০ জন।

হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের তথ্যের ভিত্তিতে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত মোট ৫০ হাজার ৩৬ জন হাজি দেশে ফিরেছেন।

এ পর্যন্ত দেশে ফেরা ১২৯টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ২১ হাজার ৮১ জন হাজি, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ২০ হাজার ৫১৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন ৮ হাজার ৪৪১ জন হাজি।

এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৩৮ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় ১ জন এবং আরাফায় মারা গেছেন ১ জন।

উল্লেখ্য, চলতি বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহনে ফ্লাইট পরিচালিত হয়।

অন্যদিকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমায় গত ১ জুন। পুরো সময়জুড়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান।

পবিত্র হজ সম্পন্নের পর গত ৫ জুন হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি। এরপর থেকে ধারাবাহিকভাবে হাজিরা দেশে ফিরছেন। এরইমধ্যে ৫০ হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ