সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না

খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আত্মশুদ্ধির পথপ্রদর্শক প্রতিষ্ঠান খানকায়ে আহমদিয়া কর্তৃক পরিচালিত ১৪ দিনব্যাপী ২৭তম আধ্যাত্মিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই কোর্সে দেশ-বিদেশ থেকে আগত আত্মসংশোধনপ্রত্যাশী অংশগ্রহণকারীরা গভীর মনোযোগ ও আত্মসমর্পণের মাধ্যমে অভাবনীয় কাশফ, ইলহাম ও আল্লাহর নূরের বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। একে একে তাঁরা পৌঁছান আত্মিক উন্নতির উচ্চতর স্তরে।

কোর্স-পরবর্তী বক্তব্যে খানকার পরিচালক ও শাইখুল হাদিস মুফতি আব্দুল মতিন আহমদী  বলেন, “এই কোর্সে আমরা কেবল জ্ঞান নয়, বরং অন্তরের আমল ও আত্মিক হাল সংশোধনের গুরুত্ব শেখাতে চেয়েছি। আল্লাহর নূর অন্তরে প্রতিষ্ঠিত হলে তবেই একজন ব্যক্তি কাশফ ও ইলহামের পথে অগ্রসর হতে পারেন। এই অভিজ্ঞতা কেবল অধ্যয়ন দিয়ে নয়, বরং আত্মসমর্পণ ও সাধনার মাধ্যমে অর্জিত হয়।”

কোর্সে অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণ তাঁদের মধ্যে অভ্যন্তরীণ প্রশান্তি, খাঁটি ইবাদতের অনুভব এবং আল্লাহর নৈকট্যের আকর্ষণ জাগিয়ে তুলেছে।

২৭তম কোর্স শেষে বর্তমানে ২৮তম কোর্স চলমান রয়েছে, যেখানে দেশ-বিদেশের আরও বহু সাথী যোগ দিয়েছেন। পাশাপাশি অচিরেই ২৯তম কোর্স শুরু হওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

খানকায়ে আহমদিয়া ২০১২ সাল থেকে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে এই আধ্যাত্মিক কোর্স পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি আত্মশুদ্ধি, তাযকিয়া, কাশফ ও ইলহাম চর্চার মাধ্যমে ইসলামী তাসাউফের বিস্তারে কাজ করছে।

প্রধান কার্যালয়: চাঁচাহার পাড়া, শাজাহানপুর, বগুড়া
শাখা অফিস: মোহাম্মদপুর (ঢাকা), বড় টেংরা (বগুড়া), ফুলবাড়ি (দিনাজপুর), গৌরনদী (বরিশাল), খানবাড়ি (মুন্সিগঞ্জ)

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ