সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

হাঁচি দেওয়ার পর রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাঁচি—একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে মানুষের প্রতিদিনকার ছোট-বড় সব কাজেরই রয়েছে নির্দিষ্ট আদব ও দোয়া। এমনকি হাঁচি দেওয়ার সময় কী বলবে এবং শুনে অন্যরা কী বলবে—তাও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন—

“যখন তোমাদের কেউ হাঁচি দেয়, সে যেন বলে—

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

উচ্চারণ: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন

অর্থ: সব প্রশংসা আল্লাহর, যিনি সকল জগতের পালনকর্তা।”

— (সহিহ বুখারি: ৬২২৪)

যারা হাঁচি শুনবে, তারা যেন হাঁচিদাতার জন্য এ দোয়া করে—

يَرْحَمُكَ اللَّهُ

উচ্চারণ: ইয়ারহামুকাল্লাহ

অর্থ: আল্লাহ আপনাকে দয়া করুন।

এই দোয়া শুনে হাঁচিদাতা আবার বলবে—

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

উচ্চারণ: ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম

অর্থ: আল্লাহ আপনাদের সঠিক পথ দেখান এবং অবস্থার উন্নতি করুন।

অথবা অন্য বর্ণনায় এসেছে, হাঁচিদাতা বলবে—

يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ

উচ্চারণ: ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম

অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের ক্ষমা করুন।

— (আবু দাউদ: ৫০৩১)

হাদিসে স্পষ্টভাবে দেখা যায়, ইসলাম শুধু ইবাদতের ক্ষেত্রেই নয়, সামাজিকতা, পারস্পরিক আচরণ এবং দৈনন্দিন জীবনের প্রতিটি অংশেই একটি পরিপূর্ণ ও মার্জিত জীবনযাপনের পথ দেখিয়েছে। হাঁচির মতো ছোট একটি বিষয়েও ইসলামী আদব অনুসরণ করলে পারস্পরিক সৌহার্দ্য ও আল্লাহর রহমত লাভ করা যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ