সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

ধুপখোলা মাঠে সিরাতুন্নবী মহাসম্মেলন আগামী ২৯ আগস্ট 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৯ আগস্ট, শুক্রবার রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন। সকাল ৮টায় শুরু হওয়া এই ঐতিহাসিক সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের সভাপতিত্ব করবেন জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ-এর সভাপতি মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন, এবং সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনের মহাসচিব মুফতি মুজিবুর রহমান।

সিরাতুন্নবী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন— আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহ.-এর পৌত্র ও আজাদ কাশ্মীরের মন্ত্রী আল্লামা সায়্যিদ মাযহার সাঈদ শাহ, ইসলামী রূহানী মিশন পাকিস্তান-এর প্রতিষ্ঠাতা আল্লামা ড. মুহাম্মদ মাকসুদ এলাহী নকশবন্দী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ-এর সহ-সভাপতি মুফতি আমিমুল ইহসান অনুষ্ঠিতব্য মহাসম্মেলন সম্পর্কে বলেন, “মানুষের মধ্যে নবীজির ভালোবাসা ও সমাজে তাঁর আদর্শ প্রতিষ্ঠা করতে প্রতিবছর আমরা সিরাতুন্নবী মহাসম্মেলন আয়োজন করি। এই সম্মেলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর আবেগ কাজ করে।”

তিনি দেশবাসীকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “নবীজির আদর্শের মধ্যেই মানুষের মুক্তি নিহিত। তাই সম্মেলনকে সফল করা আমাদের সকলের দায়িত্ব।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ