বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৪ জিলকদ ১৪৪৬


হজে গিয়ে চিকিৎসাসেবা পাবেন রবির গ্রাহকরা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ রোমিং গ্রাহকদের জন্য ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ সেবা চালু করল মোবাইল ফোন অপারেটর রবি। 

রবি হজ রোমিং প্যাক ব্যবহারকারী সকল গ্রাহক ডিজিটাল হেলথ কেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’-এর মাধ্যমে এই সেবা পাবেন কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই। এতে স্বাস্থ্য ক্যাম্পে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না হজযাত্রীদের। তাঁরা ঘরে বসেই অনলাইনে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। 

প্রতিদিন ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যাবে অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। 

১ হাজার ৭৯৮ অথবা ২ হাজার ১৯৮ টাকার স্পেশাল হজ প্যাকের আওতায় বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। 

রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, সত্যিকারের সংযোগ ডাটা বা কলের চেয়েও বেশি কিছু। এর সাথে গ্রাহকদের যত্নের বিষয়টিও সম্পৃক্ত। হজ রোমিং প্যাকের মাধ্যমে অনলাইনে চিকিৎসকের ফ্রি পরামর্শ নেওয়ার সুবিধা চালু করে গ্রাহকদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রায় সহায়তা করতে পেরে আমরা গর্বিত।’

এছাড়াও, এখন রবি গ্রাহকেরা দ্বীন অ্যাপ ব্যবহার করার মাধ্যমে হজপালনরত নিকটজনেরা প্রতি মুহূর্তে কোথায় অবস্থান করছেন তা ট্র্যাক করতে পারবেন। ফলে হজপালনকারী প্রিয়জনদের নিয়ে দুশ্চিন্তা অনেকটা লাঘব হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ