বুধবার, ০৬ আগস্ট ২০২৫ ।। ২১ শ্রাবণ ১৪৩২ ।। ১২ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা মৌলভীবাজারে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক সেমিনার মজলিসের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নেত্রকোনায় বিজয় র‍্যালী জুলাই ঘোষণাপত্র একপক্ষীয় রাজনৈতিক প্রবন্ধ: মাওলানা আজিজুল হক ভোলায় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল  ইন্তিফাদা বাংলাদেশের আয়োজনে গণজমায়েত অনুষ্ঠিত  সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল হবে: ডা. তাহের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কোরআন নিকেতন মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গত এক বছরে অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছি : প্রধান উপদেষ্টা

বুদ্ধিমান ব্যক্তিরা যেসব বিষয় নিয়ে তর্ক করে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। নিজস্ব প্রতিবেদক।।

আজকের সমাজে কথার লড়াই যেন রোজকার চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—তর্ক যেন সব জায়গায় উপস্থিত। তবে মনীষীরা বলেন, “প্রতিটি তর্কে অংশ নেওয়া বুদ্ধিমানের কাজ নয়।” বরং সত্যিকার বুদ্ধিমান ও প্রজ্ঞাবান মানুষ নির্দিষ্ট কিছু বিষয়ে কখনোই তর্কে জড়ান না। ইসলামি জ্ঞান, মনোবিজ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে এমন কিছু বিষয়ের কথা জানিয়েছেন বিশ্লেষকরা—যেগুলো নিয়ে তর্ক না করাই উত্তম।

অজ্ঞ লোকের সাথে তর্কে লাভ নেই: ইমাম গাজ্জালি (রহ.) বলেন, “অজ্ঞদের সাথে তর্ক করো না, কারণ মানুষ বুঝবে তুমিও তার মতো।”যুক্তিহীন মানুষ যখন তর্কে নামে, তখন সত্যের পক্ষে যুক্তি দিয়েও ফল পাওয়া যায় না।

ধর্মীয় খুঁটিনাটি বিষয়ে বিতর্ক: তারাবির রাকাআত, ঈদের তাকবির, ফাতিহা না পড়লে নামাজ হয় কি না—এসব বিতর্কিত বিষয় নিয়ে বুদ্ধিমানরা তর্কে যান না। তারা আলেমদের নির্দেশনা মেনে চলেন ।

অতীতের ভুলচুক নিয়ে তর্ক: কে কবে কী করেছিল, কে কাকে দোষারোপ করেছিল—এসব নিয়ে তর্ক করে সময় নষ্ট করা বোকামি। বুদ্ধিমানরা অতীত থেকে শিক্ষা নেন, কিন্তু তর্কে যান না।

রুচির বিষয় নিয়ে বিতর্ক নিষ্প্রয়োজন: খাবার, পোশাক, গান, সংস্কৃতি—এসব নিয়ে বিতর্ক সৃষ্টি করা অপ্রয়োজনীয়। কারও রুচি বা ব্যক্তিগত পছন্দকে সম্মান করাই শ্রেয়।

মহান লক্ষ্য যাদের, তারা তুচ্ছ বিষয়ে নীরব: যারা আখেরাত ও বড় লক্ষ্যের দিকে নজর রাখেন, তারা তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি করেন না। ইসলামি শিষ্টাচারও  এটাই শিক্ষা দেয়।

তর্ক সবসময় জ্ঞান বাড়ায় না। বরং অহংকার, ভুল বোঝাবুঝি ও হিংসার জন্ম দেয়। বুদ্ধিমানরা জানেন, কখন নীরব থাকাই সর্বোত্তম। তারা আত্মসংযমের মাধ্যমে সামাজিক শিষ্টাচার বজায় রাখেন এবং নিজেকে প্রমাণ করেন আচরণে—not by argument, but by conduct.

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ