সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

পোড়া স্থানে কেন বরফ দেওয়া উচিত নয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগুনে পোড়ার ঘটনা ঘটলে অনেকেই তড়িঘড়ি করে বরফ দিতে ছুটে যান। সাধারণ ধারণা হলো, বরফ দিলে ব্যথা ও জ্বালাভাব কমে যাবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এটি বিপজ্জনক ও ক্ষতিকর অভ্যাস। পোড়া স্থানে বরফ দিলে উপকার তো হয়ই না, বরং ত্বকের ক্ষতি আরও বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সুস্পষ্টভাবে জানিয়েছে—পোড়া স্থানে ঠান্ডা পানি প্রয়োগ করতে হবে, কখনোই সরাসরি বরফ ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ঠান্ডা ত্বকে আরও ক্ষতি করতে পারে।

কেন বরফ দেওয়া উচিত নয়?

রক্তনালী সংকোচন: বরফের অতিরিক্ত ঠান্ডায় পোড়া স্থানের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এতে আক্রান্ত স্থানে রক্ত প্রবাহ ব্যাহত হয়, ফলে টিস্যু আরও নষ্ট হতে থাকে। এই অবস্থাকে চিকিৎসকেরা বলেন cold-induced injury।

স্নায়ু ক্ষতি: পোড়ার ফলে ত্বকের নিচের স্নায়ুগুলো উন্মুক্ত হয়ে পড়ে। অতিরিক্ত ঠান্ডা প্রয়োগ করলে এসব স্নায়ু আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। সাময়িকভাবে ব্যথা কমে গেলেও স্থায়ীভাবে অনুভূতি হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে।

ত্বকে ফাটল ও সংক্রমণ: বরফ দিয়ে ঘষলে বা সরাসরি দিলে ত্বকে ফাটল ধরতে পারে, যা ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়।

করণীয় কী?

পোড়া স্থানে প্রাথমিকভাবে পরিষ্কার ও ঠান্ডা (তবে বরফ-ঠান্ডা নয়) পানি প্রয়োগ করাই নিরাপদ ও কার্যকর। এরপর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ