সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলোর ঐক্য-সমঝোতা কতদূর? গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার

আর্থিকভাবে সফল হতে বাধা দেয় যেসব 'খারাপ' অভ্যাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

মানুষের জীবনে সফলতার অন্যতম চাবিকাঠি হলো একটি সুস্পষ্ট লক্ষ্য। আপনি ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চান, কী করতে চান—এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকা জরুরি। লক্ষ্য ছাড়া চললে তা হয় দিকহীন নৌকা চালানোর মতো—গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়।

আমরা অনেক সময় আশেপাশের বিত্তবান মানুষদের দেখে অনুপ্রাণিত হই। কিন্তু তাদের মতো সফল হতে হলে শুধু ইচ্ছা নয়, দরকার পরিকল্পিত জীবনযাপন এবং সঠিক আর্থিক অভ্যাস। বেশ কিছু ‘খারাপ’ আর্থিক অভ্যাস আমাদের দীর্ঘদিন দরিদ্র রেখেছে বা রেখে দেয়। অনেক সময় আমরা মধ্যবিত্তের গণ্ডিও পেরোতে পারি না শুধুমাত্র এই অভ্যাসগুলোর কারণে।

ভারতের সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এসব বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আসুন, জেনে নিই কোন কোন অভ্যাসগুলো আমাদের আর্থিক সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়:

১. আর্থিক লক্ষ্য না থাকা

যদি জীবনে সঞ্চয় বা বিনিয়োগের কোনো লক্ষ্য না থাকে, তাহলে ভবিষ্যতে আর্থিক সংকটের সম্ভাবনা খুব বেশি। সঞ্চয় না থাকলে জরুরি মুহূর্তে ঋণ নিতে হয়, যা পরবর্তীতে বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়।

২. নিজেকে 'শেষে' রাখা

অনেকে মাস শেষে যা থাকে তা থেকে সঞ্চয় করার চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয় না। ধনী ব্যক্তিরা বরং মাসের শুরুতেই সঞ্চয় নির্ধারণ করে ফেলেন। এরপর যা থাকে, তা ব্যয় করেন। এই অভ্যাসে ভবিষ্যৎ নিরাপদ হয়।

৩. ঋণে স্বস্তি অনুভব করা

বারবার ঋণ নিয়ে খরচ চালানো অনেকের অভ্যাসে পরিণত হয়। মনে রাখা দরকার, ঋণ কখনোই স্থায়ী সমাধান নয়। এটি আপনার উপার্জন ও সঞ্চয়ের উপর চাপ সৃষ্টি করে।

৪. জরুরি তহবিল না থাকা

হঠাৎ কোনো সমস্যা বা চিকিৎসা ব্যয়ের জন্য যদি আলাদা তহবিল না থাকে, তাহলে বিপদে পড়তেই হয়। সবসময় একটি ‘ইমার্জেন্সি ফান্ড’ গড়ে তোলা উচিত, যা শুধু জরুরি প্রয়োজনে ব্যবহার হবে।

৫. আয় ও ব্যয়ের হিসাব না রাখা

নিজের মাসিক আয়, ব্যয়, সঞ্চয় বা ঋণের পরিমাণ জানা না থাকলে আপনি নিজেই নিজের অর্থনৈতিক অবস্থার কোনো নিয়ন্ত্রণে থাকেন না। ধনী ব্যক্তিরা প্রতিটি খাতের হিসাব রাখেন এবং পরিকল্পনা অনুযায়ী ব্যয় করেন।

৬. অতিরিক্ত বিলাসিতা

প্রায়ই বাইরে খাওয়া, দামি ব্র্যান্ডের পণ্য কেনা, বিলাসবহুল পরিবহন ব্যবহার—এসব খরচ প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়। নিয়মিত এই অভ্যাস ধরে রাখলে সঞ্চয় তো দূরের কথা, ধার করে চলতে হয়।

৭. অর্থব্যবস্থার মৌলিক জ্ঞান না থাকা

আর্থিক বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে অনেকেই বড় ভুল সিদ্ধান্ত নেন। যেমন: বাজেট না করে খরচ করা, অপ্রয়োজনীয়ভাবে ভাড়া বা কেনার সিদ্ধান্ত নেওয়া, বড় বাড়ি বা বিলাসবহুল গাড়ি কেনা—এসবই দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতি ডেকে আনে। তাই মৌলিক ধারণা থাকা জরুরি।

আর্থিকভাবে সফল হতে শুধু আয় করলেই চলবে না, বরং আয়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও ব্যবহার করাই বেশি জরুরি। যারা নিজেদের অভ্যাসের পরিবর্তন করতে পারেন, তারাই আর্থিকভাবে এগিয়ে যেতে পারেন। সুতরাং এখন থেকেই নিজেকে প্রশ্ন করুনআপনার আর্থিক অভ্যাসগুলো কেমন?

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ