সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর-এর সমাবেশ  আদর্শিক বিরোধে গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয় : মাহফুজ আলম ইসলামি চার রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত ‘স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে’ মোবাইলে লাউডস্পিকারে কথা বলা; ইসলাম কি বলে: শায়খ আহমদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি মাহাথির মোহাম্মদের সঙ্গে ড. শোয়াইব আহমদের সৌজন্য সাক্ষাৎ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না

রেমিট্যান্স এসেছে সাত দিনে চার হাজার কোটি টাকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আমেরিকান ডলার। ছবি: ইন্টারনেট

১৫৯ কোটি ৯৫ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল আগস্ট মাসে। ১৯৭ কোটি ডলার এর আগের মাস জুলাইয়ে এবং ২১৭ কোটি ডলার এসেছিল জুন মাসে। চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ (এক ডলার সমান ১০৯.৫০ টাকা ধরে) চার হাজার ৩৮ কোটি টাকারও বেশি। এ চিত্র উঠে আসে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশে চলতি সেপ্টেম্বরের প্রথম ৭ দিনে মোট ৩৬ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। এ সময়ে তিন কোটি বিশ লাখ ৮০ হাজার ডলার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে, বিশেষায়িত দুই ব্যাংকের এক ব্যাংকে এসেছে ৫৯ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ কোটি ৯১ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার ডলার।

আরো পড়ুন: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত

এ সময়ে ৭ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। ব্যাংকগুলো হলো, রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

প্রবাসী বাংলাদেশিরা জুলাই মাসে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের (১.৯৭ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৮.৫০ টাকা ধরে) এর পরিমাণ ২১ হাজার ৪০৭ কোটি টাকারও বেশি। যা জুন মাসের তুলনায় রেমিট্যান্সের পরিমাণ কমে ২২ কোটি ৬০ লাখ ডলার। জুনে মাসে দুই শ’ ১৯ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ