শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৯৪ ফিলিস্তিনি নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বেপরোয়া হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ মঙ্গলবার (১৫ জুলাই) ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২৫২ জন।

বুধবার (১৬ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত এক দিনে বিভিন্ন হাসপাতালের মর্গে ৯৪টি নতুন মরদেহ আনা হয়েছে। একই সময়ে আহত হয়ে চিকিৎসাধীন হয়েছেন ২৫২ জনের বেশি। গত বছরের অক্টোবর থেকে চলমান গণহত্যার সূচনালগ্ন থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫৮ হাজার ৬০০ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০০-এর বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে, যাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। উদ্ধারকর্মীরা বলছেন, যুদ্ধকালীন পরিস্থিতি ও মানবিক বিপর্যয়ের কারণে সব মৃতদেহ শনাক্ত বা গুণে রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

এদিকে, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হচ্ছেন বহু ফিলিস্তিনি। গত ২৪ ঘণ্টায় সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি ড্রোন ও গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ৭ জন, আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। চলতি বছরের ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৮৫১ জন, আহত হয়েছেন ৫ হাজার ৬৩৪ জন।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৭ হাজার ৫৬৬ জন। অথচ জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি ও বন্দি বিনিময়ের একটি চুক্তি হয়েছিল।

গাজায় চলমান গণহত্যার দায়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা বিচারাধীন রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ