অবৈধ ইসরায়েলের টানা হামলায় আরও রক্তাক্ত হচ্ছে গাজা উপত্যকা। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় কমপক্ষে ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা
এদিকে গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ইসরায়েলি ট্যাংক হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে।
এছাড়া গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজারের কোটায় পৌঁছেছে।
এমএম/