আফগানিস্তানে তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে কাউকে আটক বা নজরদারিতে রাখা হচ্ছে না। ইমারতে ইসলামিয়ার আমির কর্তৃক ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় সব আফগান নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভুলে ব্রিটিশ বাহিনীর সহায়তাকারী প্রায় ১৯ হাজার আফগান নাগরিকের নাম ও তথ্য ফাঁস হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন।
তিনি বলেন, "যাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নজরদারি চালানোর কোনো প্রশ্নই ওঠে না। এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।"
উপমুখপাত্র আরও জানান, এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র তালেবান সরকারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং গোয়েন্দা মন্ত্রণালয়ের কাছে রয়েছে। তাই এই বিষয়ে যুক্তরাজ্যের কোনো রাজনৈতিক বা সামরিক রেকর্ডের ওপর নির্ভর করার প্রয়োজন নেই।
তিনি অভিযোগ করেন, “এই ধরনের তথ্য প্রকাশের উদ্দেশ্য হচ্ছে — নির্দিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের মধ্যে অযথা আতঙ্ক ছড়ানো।”
উল্লেখ্য, ফাঁস হওয়া রেকর্ডে ১৯ হাজার আফগান নাগরিকের নাম রয়েছে, যারা আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর হয়ে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। এদের মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার আফগানকে একটি গোপন কর্মসূচির (ARAP) মাধ্যমে যুক্তরাজ্যে পুনর্বাসিত করা হয়। তথ্য ফাঁস হওয়ার ঘটনায় বিতর্কের মুখে ওই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ব্রিটিশ সরকার।
এনএইচ/