ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের টানা বিমান হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুক্রবার দিনভর চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন এবং আহত হয়েছেন আরও ১১০ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর দিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে। তারপর থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং অন্তত ১,২০০ ইসরায়লি নাগরিককে হত্যা করে। এসময় তারা ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
এনএইচ/