শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার-পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে নিরাপত্তা বাহিনী ১৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। রবিবার দেশটির আন্তঃ-বাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) ও গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। 

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, ১৬ থেকে ২০ জুলাইয়ের মধ্যে কেপির মালাকান্ড জেলায় পরিচালিত একটি যৌথ গোয়েন্দা-ভিত্তিক অভিযানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরো ৮ জনকে আটক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশ, লেভিস, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং জেলা প্রশাসন অংশগ্রহণ করে। তাদের লক্ষ্য ছিল ভারতীয় প্রক্সি গোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের অবস্থান।

আইএসপিআরের বিবৃতিতে আরো বলা হয়, চার দিনব্যাপী অভিযানের সময় বাহিনী সন্ত্রাসীদের অবস্থান ঘিরে ফেলে ও তীব্র গুলিবিনিময়ে লিপ্ত হয়। এতে ভারত-সমর্থিত খাওয়ারিজ দলের ৯ সদস্য নিহত হয় এবং ৮ জন আটক হয়।

এছাড়া, সন্ত্রাসীদের ব্যবহৃত দুটি আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এদিকে, বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আরো ৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।

গোয়েন্দা সূত্র জানায়, শনিবার রাতে বেলুচিস্তানের পাহরোড় এলাকায় পরিচালিত একটি সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী ৪ জন সন্ত্রাসীকে হত্যা করে। 

অন্যদিকে, ১৯ ও ২০ জুলাই মধ্যরাতে বেলুচিস্তানের কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত আরেকটি গোয়েন্দা-ভিত্তিক অভিযানে আরো ৪ জন সন্ত্রাসী নিহত হয় বলে বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ