শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি

৯ বছর বয়সী মাদলাজ নিজের হাতে লিখল পুরো কুরআন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের কেরালা রাজ্যের এক সাধারণ শিশু, মুহাম্মদ মাদলাজ, তার অসাধারণ অধ্যবসায় ও ধর্মীয় অনুরাগ দিয়ে করে ফেলেছে এক ঐতিহাসিক কাজ—মাত্র ৯ বছর বয়সেই সে নিজ হাতে সম্পূর্ণ কুরআন শরিফ লিখে ফেলেছে। এই বিরল কীর্তি তাকে শুধু কেরালা নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে।

মাদলাজের এই যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে, যখন তার বয়স ছিল মাত্র ছয় বছর। স্থানীয়ভাবে আয়োজিত সাত বছরের নিচের শিশুদের এক প্রতিযোগিতা তাকে প্রথম উজ্জীবিত করে। সেখানেই মনের মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত সংকল্প—সে নিজ হাতে কুরআন লিখবে।

প্রতিদিন এক ঘণ্টা করে সময় দিত সে। সাধারণ একটি এ-৪ সাইজ কাগজ আর একটি পেন্সিল—এই ছিল তার প্রধান হাতিয়ার। কিন্তু তার নিষ্ঠা ছিল অসাধারণ। কুরআনের প্রতিটি আয়াত সে যত্ন করে লিখেছে, আরবি ক্যালিগ্রাফির সৌন্দর্য রক্ষা করেছে এবং তাজবিদ ও লেখার নিয়মকানুনও মেনে চলেছে।

মাদলাজের এই যাত্রায় তার পরিবার পাশে থেকেছে শক্ত হাতে। তার মা প্রতিদিন তার লেখা পর্যালোচনা করতেন, ভুল হলে সংশোধন করে দিতেন। ধাপে ধাপে, আয়াত থেকে আয়াত, সূরা থেকে সূরা—প্রায় আড়াই বছরের এক নিরলস সাধনায় ২০২৫ সালের ২৬ মে, সে তার কাজ সম্পন্ন করে।

তবে এখানেই থেমে যায়নি গল্প। তার হাতে লেখা এই কুরআন শরিফের প্রতিটি পারা পরবর্তীতে বহু অভিজ্ঞ হাফেজ ও ইসলামি স্কলারদের দ্বারা যাচাই-বাছাই করা হয়। দু’মাস ধরে চলে এই কঠোর পর্যালোচনা। প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ খুঁটিয়ে মিলিয়ে দেখা হয় অনুমোদিত মুসহাফের সঙ্গে। অবশেষে সবাই নিশ্চিত হন—মাদলাজের লেখা কুরআনের কপি নির্ভুল, নিখুঁত, এবং পূর্ণাঙ্গ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ