বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর কাওরান বাজার এলাকায় এফডিসি ক্রসিংয়ে রেল লাইন অবরোধ করেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এর দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার এ তথ্য জানান।
অবরোধ করা শ্রমিকরা জানান, গত পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বারবার বৈঠকে কোনও পদক্ষেপ না নেওয়ায় তারা এই অবরোধ কর্মসূচি দেন।
আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেওয়া হবে— কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে ২২ ডিসেম্বর আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।
ঘটনাস্থলে থাকা রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, ‘তাদের যেখান থেকে বেতন দেওয়া হয়, সেই বরাদ্দ না থাকার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।’
এনএ/