সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় কওমি শিক্ষার্থীদের লিটলম্যাগ কর্নার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে চলমান ‘আন্তর্জাতিক ইসলামী বইমেলায়’ এবার নতুন মাত্রা যোগ করেছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রথমবারের মতো তাদের সম্পাদনায় প্রকাশিত লিটল ম্যাগাজিন নিয়ে গড়ে উঠেছে বিশেষ লিটলম্যাগ কর্নার।

‘লিটলম্যাগ আন্দোলন’-এর উদ্যোগে একত্রিত এই কর্নারে প্রদর্শিত হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, ভ্রমণ, মুক্তগদ্য, তর্জমা ও চিঠিপত্রভিত্তিক নানা সাময়িকী। অনেক ম্যাগাজিনে শিক্ষার্থীদের হাতে লেখা লেখা ও আঁকা ছবি স্থান পেয়েছে। তরুণদের সৃজনশীল চিন্তা ও সাহিত্যচর্চার প্রতিফলন ঘটেছে এসব পত্রিকায়।

মেলায় আগত পাঠক, গবেষক ও তরুণদের মধ্যে ইতোমধ্যেই এই কর্নার ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা বলছেন, ইসলামী বইমেলায় তরুণদের সৃজনশীল সাহিত্য চর্চা যুক্ত হওয়ায় এটি হয়ে উঠেছে আরও বর্ণময় ও প্রাণবন্ত। একইসঙ্গে এটি মাদ্রাসা শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতিতে অগ্রযাত্রার এক বার্তা বহন করছে।

লিটলম্যাগ আন্দোলনের অন্যতম কো-অর্ডিনেটর সাঈদ আবরার বলেন, ‘আমরা বেশ কয়েক বছর ধরে সারা দেশের কাগজগুলোকে নিয়ে কাজ করে আসছি। লিটলম্যাগ কর্নার স্থাপনের জোর দাবি ছিল গতবছর থেকে। এবছর মেলা কমিটি আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ইসলামি বইমেলায় এই উদ্যোগ শুধু একটি কর্নার নয়, বরং ভবিষ্যতের লিটলম্যাগ আন্দোলনের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।’

এ আয়োজন বই মেলার সময়কাল ১৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। 

এখানে অংশ নিয়েছে নকলখানা, প্রলয়শিখা, নবধ্বনি, ইশতেহার, সংযুক্তি, চিন্তানামা, তারাফুল, সালামি, সাহিত্য সৌরভ, স্বপ্নকানন, হালচাল, দুই পাতার আভাস, সজনযাত্রা, মুক্ত আকাশ, স্বপ্নস্বন, যামযাম, ঐতিহ্য, প্রহর, প্রেমপত্র, সরবর, রাহবার, ভাজপত্র, যোগাযোগ, তারান্নুম, পড়ো, মিহওয়ার, শিউলিমালা, পড়ুয়া, চিন্তাচর্চা, আঙিনা, সৃজন, রাহবার, আল মিদাদ, আর রিফদাহ, আশ শাফয়ী, আল ইত্তেহাদ, আল হাদী, প্রতিভা, নয়া প্রভাত, ঝরোকা, লেখকপত্র, মিনহাল, নবচিন্তা, আল বান্না, আর রশিদ, মিনার, উদয়ন, ইকরা, হরফ, সূচনা চতুর্ভোজসহ প্রায় শ'খানেক লিটলম্যাগ।

লিটলম্যাগ কর্নার সম্পর্কে লেখক ও সম্পাদক সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন, মাদ্রাসাকেন্দ্রিক তরুণদের স্বউদ্যোগে প্রায় শ’খানেক লিটলম্যাগ প্রকাশ হচ্ছে—এটা এক অভাবনীয় সংবাদ। ইসলামি বইমেলা উপলক্ষে তাদের এই আয়োজন না হলে দেশবাসী জানতেই পারতো না। তাদের এই সাহসী যাত্রা সকলের পৃষ্ঠপোষকতা পেলে আরও বেগবান হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ