সোমবার, ২৬ মে ২০২৫ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৮ জিলকদ ১৪৪৬


ছাত্র মজলিসের ৩ দিনের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে নির্ধারিত শাখা দায়িত্বশীলদের নিয়ে তিন দিনব্যাপী স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২২, ২৩ ও ২৪ মে ২০২৫, রাজধানীর এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন'র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ এক ভয়াবহ দ্বি-মুখী সংকটে রয়েছে—একদিকে নেতৃত্বহীনতা ও রাজনৈতিক বৈধতার শূন্যতা, অন্যদিকে বিকৃত ও নৈতিকতাহীন শিক্ষানীতি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের  পতনের দীর্ঘ ৯ মাস পরও আজ পর্যন্ত কোনো গ্রহণযোগ্য, জবাবদিহিমূলক নেতৃত্ব দৃশ্যমান হয়নি। অনিশ্চিত নির্বাচন, রাজনৈতিক বিভক্তি ও সামরিক হস্তক্ষেপের গুঞ্জন জাতিকে হতাশার অতলে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, এই শূন্যতার সুযোগে একটি শ্রেণি সমাজ ও শিক্ষাকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে চায়। শিক্ষাক্রমে ধর্মহীনতা, বিকৃত সংস্কৃতি ও চরিত্রহীনতা তরুণ প্রজন্মের মাঝে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, আমাদের চূড়ান্ত লক্ষ্য—ইসলামী নৈতিকতা ও আদর্শ নেতৃত্বের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন। সে লক্ষ্যে ছাত্র সমাজকে গড়ে তুলতে হবে আদর্শিক আন্দোলনের মাধ্যমে—যেখানে চিন্তা, আচরণ ও নেতৃত্বে থাকবে ইসলামের ছাপ।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন,  মাওলানা রুহুল আমিন সাদী, অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, মাওলানা আজিজুল হক, মাওলানা ইলিয়াস আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা জিয়াউল হক শামীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তারেক ফজল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব) এমদাদুল হক, ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল হোসেন, নারায়নগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, ইসলামী ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় অফিস সম্পাদক মিজানুর রহমান, জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের পরিচালক শাহ শিহাব উদ্দিন, জাতীয় সাংস্কৃতিক ফোরামের (জাসাফ) পরিচালক কাজী আরিফুর রহমান, ইসলামী ছাত্র মজলিসের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট এনায়েত রাব্বী একরাম, কিশোরগঞ্জ জেলা সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাহাল প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার, ছাত্রকল্যাণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান, প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, অফিস সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এইচএম শাহাব উদ্দিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাইফুদ্দিন আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমী, কেন্দ্রীয় জোন সদস্য তৌফিক বিন হারিছ প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ