আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে একটি ফ্যাশন শো আয়োজন বন্ধ করেছে ভারতের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘XTracy’ নামে ওই আয়োজনের বিরুদ্ধে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বিক্ষোভ ও প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, ‘ফ্যাশন শো ও ডাইচ গেম’ ইসলামের নীতি নৈতিকতা ও বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিরোধী কাজ। এ ধরনের অনুষ্ঠান ইসলাম বিরোধী এবং এ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থী।
বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা এ ফ্যাশন শো ও খেলার আয়োজন করতে চেয়েছিল। ওই ফ্যাশন শোর প্রচারণামূলক পোস্টার মেয়েদের অশ্লীল ও খোলা-মেলা ছবিতে ভরপুর।
সংখ্যাগরিষ্ট শিক্ষার্থীদের দাবির মুখে কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিতে বাধ্য হয়।
আরএম/