আওয়ার ইসলাম: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বরাতে দুবাইভিত্তিক বার্তা সংস্থা আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
আল আরাবিয়ার খবরে বরা হয়, ফোণালাপে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় রিয়াদের ভূমিকা, ইরানের ওপর চাপ অব্যাহত রাখা,মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি, সন্ত্রাসবাদ ও পারস্পরিক স্বার্থ, মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সৌদি যুবরাজ ও ট্রাম্প।
এদিকে, সোমবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আল-আরাবিয়া
এমএম/