মোস্তফা ওয়াদুদ: আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর যোগ্যসন্তান মুফতি জাবের কাসেমীকে বারিধারা মাদরাসায় মুহাদ্দিস পদে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) বাদ এশা বারিধারা মাদরাসায় মজলিসে ইলমীর সর্বসম্মতিক্রমে আল্লামা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় মজলিসে ইলমীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
মজলিসের বৈঠক শেষে বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুনীর হোসাইন কাসেমী সকলের উপস্থিতিতে এ ঘোষণা দেন।
এ সময় বারিধারা মাদরাসার মুফতি মকবুল কাসেমীসহ অন্যান্য আসাতিযায়ে কেরামের সাথে আওয়ার ইসলামের এ প্রতিবেদকও উপস্থিত ছিলেন।
জানা যায়, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ওসিয়ত ছিলো জীবদ্দশায় কিংবা মৃত্যুর পর যেনো নিজের পরিবারের কাউকে বারিধারা মাদরাসায় নিয়োগ দেয়া না হয়। কিন্তু আল্লামা কাসেমী রহ. হাসপাতালে থাকাবস্থায় একদিন বারিধারা মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত মুহতামিম আল্লামা নাজমুল হাসান, বারিধারা মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি জাকির হোসাইন কাসেমী জায়নামাজে নামাজের সুরতে বসা ছিলেন। এ সময় তারা আল্লামা কাসেমীর কাছে তার সন্তান জাবের এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার উস্তাদ, কুমিল্লা বটগ্রাম মাদরাসার মুহতামিম ও হোসাইন আহমদ মাদানী রহ. এর শাগরেদ আল্লামা নূরুল হক আমাকে পরামর্শ দিয়ে বলেছেন, নিজ সন্তানের বিষয়ে এতো সখতি (কঠোরতা) করতে নেই। এ সময় মুফতি জাকির হোসাইন কাসেমীর চেহারার দিকে তাকিয়ে আল্লামা কাসেমী আরও বলেন, হুজুরের এ পরামর্শটি আমার কাছে ভালো লেগেছে। কথাগুলো বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী আওয়ার ইসলামের এ প্রতিবেদককে বলেছেন।
এদিকে মাদরাসার আরেকজন শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ জানান, ওসিয়ত উঠিয়ে নেয়ার বিষয়ে হজরত বলেন, কুমিল্লার বটগ্রাম মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল হকসহ মজলিসে ইলমী যদি চায় তাহলে জাবেরকে মাদরাসায় নিয়োগ দিতে পারে।
আব্দুল্লাহ আল মাসউদ আরও জানান, এ ওসিয়ত করার সময় মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নাজমুল হাসান, মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, সৈয়দপুর মাদরাসার মুহতামিম ও আল্লামা কাসেমী রহ. এর খলিফা মাওলানা বশির আহমদ, হুজুরের খাদেম নাসির, খাদেম মশিউর মুসা উপস্থিত ছিলেন।
এর আগে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. কে আল্লামা নূরুল হক ওসিয়ত উঠিয়ে নেয়ার পরামর্শ দিয়েছিলেন। তার পরামর্শ মোতাবেক তিনি এ ওসিয়ত উঠিয়ে নেন বলে জানা গেছে।
এমডব্লিউ/