আদিয়াত হাসান।।
ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া ইদরাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসায় আত্মশদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষে ৩দিন ব্যাপী ইসলাহী ইজতেমা সম্পন্ন হয়েছে।
আত্মশুদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষ্যে ৩ দিনব্যাপী এ ইসলাহী সম্মেলনের প্রথম দিনে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ, শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানামুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা অসিউর রহমান, মাওলানা আব্দুল মজিদও মুফতী সাইফুল ইসলাম।
২য় দিন উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা হাফীজুদ্দীন, মাওলানা সিবগাতুল্লাহ নূর, মাওলানা বশীরুল্লাহ কাসেমী, মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা আরীফুল ইসলাম।
এছাড়া ৩য় দিন উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইমরান হক।
এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন, মাওলানা ইহতেশামুল হক নোমান, মাওলানা শওকত আলী কাসেমী, মাওলানা আতীকুর রহমান, মাওলানা মাহমুদ, মাওলানা রায়হান, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মুফতী আবু যর, মাওলানা ফয়সাল উমর ফারুক ও মাওলানা ইলয়াস।
জানা যায়, ইজতেমায় উপস্থিত মুসল্লিরা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায়ের পর থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত নানা আমলে নিজেদের মশগুল রাখে।
এছাড়া ৩দিন ব্যাপী এই ইজতেমায় প্রতিদিন বাদ ফজর থেকে আসর পর্যন্ত ঈমান-আকিদা, অজু, গোসল ও নামাজের জরুরি মাসায়েলসহ সুরা-কেরাত মশক ও নামাজের আমলী প্রশিক্ষণ প্রদান করা হয়।
এনটি