আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগেই প্রার্থীদের বিজয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন উৎসাহিত করা সমীচীন নয়।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, একটা সংস্কৃতি গড়ে উঠেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পত্র-পত্রিকার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ৩৬০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আর ১৬০০ প্রার্থী নির্বাচিত হয়েছেন অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এটা একটা সংস্কৃতি গড়ে উঠেছে। এ নিয়ে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করলে এ অবস্থা থেকে উদ্ধার পাওয়া যাবে কি না, তা নিয়ে নতুন করে ভাবতে হবে। তিনি বলেন, আগামীতে যারা নির্বাচন কমিশনে আসবেন, তারা অবশ্যই এই বিষয়টি নিয়ে ভেবে দেখবেন।
-এটি