আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ভারতের কিছু উগ্র গোষ্ঠীর নেতা হিন্দু রাষ্ট্র গড়ার লক্ষ্যে সংখ্যালঘুদের তথা মূলত: ভারতের মুসলমানদেরকে জাতিগত ভাবে নির্মূলের আহ্বান জানানোর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, ভারতে সংখ্যালঘু মুসলমানদের নির্মূলের আহবান নৃশংস মানসিকাতর ও চরম মুসলিমবিদ্বেষীর বর্হিপ্রকাশ।
আজ রোবাবার এক বিবৃতিতে ইউনুছ আহমাদ বলেন, উগ্রবাদী হিন্দুদের হিন্দু রাষ্ট্র গড়তে মুসলমানদের নির্মূল করার মানসিকতা রুখে দিতে হবে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃবৃন্দের উপস্থিতিতেই উগ্রপন্থী হিন্দুনেতাদের এহেন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য এ ঘটনার সবচেয়ে বিপদজনক দিক।
ইয়াতি নরসিংহানন্দদের এহেন পরিকল্পনা বা আহ্বানের সাথে বিজেপির ইন্ধন অথবা সমর্থন সম্পর্কে বিজেপিকে স্পষ্ট মতামত ও অবস্থান ব্যক্ত করতে হবে। হিন্দু সন্ন্যাসী নামধারী এরকম উগ্রপন্থীরা ধর্মীয় সম্প্রীতি, বিশ্ব শান্তি ও মানবতার জন্য চরম হুমকি বিধায় এদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া ভারত সরকার ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অত্যাবশ্যক দায়িত্ব বলে মনে করছি।
তিনি বলেন, বর্তমান মোদির সরকার ক্ষমতা গ্রহণের পর মুসলিম বিরোধী বিভিন্ন পদক্ষেপ বিশ্বকে উত্তপ্ত করে তুলেছে। মুসলমানরা অনেক ধৈয্যের পরিচয় দিচ্ছেন।
তিনি বলেন, আজ হিন্দু নেতারা ভারতকে মুসলিম শূণ্য করার চক্রান্ত করছে। কিন্তু তারা কী একবারও ভেবে দেখেছেন, মুসলমানরা দুইশত বছর পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছিলেন। কিন্তু মুসলমানরা চাইলে এ উপমহাদেশ হিন্দু শূণ্য করা সম্ভব ছিলো। কিন্তু মুসলমানরা তা করেননি। কাজেই হিংসাত্মক ও ধ্বাংসাত্মক যে কোন পদক্ষেপ থেকে ভারতে সরকারকে ফিরে আসতে হবে।
এনটি