আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
সোমবার (২৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা, ৩২৭ গ্রাম ৮৪০ পুরিয়া হেরোইন, দুই কেজি ৩৩৫ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।
-এএ