সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মেয়র পদ নিয়ে মুফতি ফয়জুল করীমের মামলা খারিজ ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষ: নিহত-১, আহত-৪০ চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ ৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অসহায়দের কল্যাণে ব্যয়ের আহ্বান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেন।

চরমোনাইয়ের পীর বলেন, ‘নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ খুব অসহায় জীবনযাপন করছে। দেশের খেটে খাওয়া মানুষ আজ অসহায় জীবনযাপন করছে। অথচ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। এর মধ্যেই বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। আমরা বিইআরসিকে মূল্যবৃদ্ধির প্রস্তাব থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’

চরমোনাইয়ের পীর আরও বলেন, দেশে দুর্নীতির হরিলুট শুরু হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে আট লাখ কোটি টাকা। এসব দুর্নীতি বন্ধ করলে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দামসহ কোনো কিছুরই দাম বাড়ানোর প্রয়োজন হবে না।

এ সময় চরমোনাই পির বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবে এনার্জি রেগুলেটরি কমিশনের বিদ্যুতের দাম বাড়ানোর তৎপরতায় গভীর উদ্‌বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব সাধারণ মানুষকে চরম বিপদে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।

চরমোনাইয়ের পীর বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলে অনিবার্যভাবে বিদ্যুতের খুচরা মূল্যবৃদ্ধির যুক্তি তৈরি করবে। এর প্রভাবে সব পণ্যের দাম বহুগুণ বাড়বে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ