খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে আগামী ১৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মূল দাবি হবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা।
শনিবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর নিউস্কাটনের দিলু রোড মাদরাসায় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশীদ আহমদ।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর, পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।
এছাড়া উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা লেহাজ উদ্দিন, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা নুরুল হক হামিদী, মুফতি সালাহ উদ্দিন, মাওলানা হাসান জামিল, মাওলানা দ্বীন মুহাম্মদ (পীর সাহেব জায়গীর), মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মহাসচিব মুফতি মুহাম্মাদ ইমাদুদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি শামসুল আরেফিন খান সাদী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক মুফতি খালেদ সাইফুল্লাহ নোমানী, দাওয়াহ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, সহ-অর্থ সম্পাদক মুফতি কামালুদ্দীন, মাওলানা কামালুদ্দীন মাসরূর, মাওলানা তাসলিম হুসাইন, মাওলানা বিন ইয়ামিন সাদী, মুফতি আব্দুস সালাম, মুফতি শেখ বুরহানন উদ্দীন ও মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
আন্তর্জাতিক মহাসমাবেশ সফল করতে আগামী ২৩ আগস্ট রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।
এসএকে/