ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না তেহরান। সোমবার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে একথা জানান তিনি। খবর আল জাজিরার।
তিনি বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন বন্ধ রয়েছে। কারণ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় পরমাণু স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সমৃদ্ধকরণ থেকে সরবে না ইরান। এটি ইরানের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন; তারচেয়ে বড় কথা এটি ইরানের গর্ব।’
সাক্ষাৎকারের শুরুতে আরাগচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা। তবে আপাতত তারা সরাসরি আলোচনা করবে না বলে জানান তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি দু’পক্ষের স্বার্থই রক্ষা করতে আগ্রহী হয়, তাহলেই কেবল আলোচনা হবে।
আরাগচি আরো বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণই থাকবে। ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না জানিয়ে তিনি বলেন, এর বিনিময়ে তেহরান আশা করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।পররাষ্ট্রমন্ত্রী আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
আরাগচি বলেন, ‘আলোচনার মাধ্যমে আমাদের পারমাণবিক কর্মসূচির সমাধান হতে পারে। আমরা অতীতে একবার এটি করেছি। আমরা আবারো তা করতে প্রস্তুত।’
২০১৫ সালে তেহরান বেশ কয়েকটি বিশ্বশক্তির সাথে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি করে। পরে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর সাত বছর পর, চলতি ২০২৫ সালের শুরুতে তেহরান এবং ওয়াশিংটন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করেছিল। চুক্তির আওতায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান দেশটির পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়।