আওয়ার ইসলাম: হারামাইনের পরিচালক কমিটি দৃষ্টি প্রতিবন্ধী জিয়ারতকারীদের জন্য মসজিদুল হারামে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ করেছে।
মসজিদুল হারামের গ্রন্থ বিভাগের পরিচালক শাইখ খালিদ বিন মুহাম্মাদ আল হারেছি বলেন, এ বিভাগ আল্লাহর ঘর জিয়ারতকারীদের সুবিধা প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের জিয়ারতকারীদের জন্য বিভিন্ন ভাষায় অনুদিত এবং বিভিন্ন সাইজের পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সমূহ সংগ্রহ করা হয়েছে। যেন সে সব পাণ্ডুলিপি তাদের মাঝে বিতরণ করা যায়।
তিনি আরো বলেন, হারামাইনের পরিচালক কমিটি দৃষ্টি প্রতিবন্ধী জিয়ারতকারীদের জন্য মসজিদুল হারামে ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের ৪০টি পাণ্ডুলিপি বিতরণ করেছে।
-এএ