সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


সন্ত্রাসী বেন্টন টরেন্টের ‘ইশতেহার’ নিষিদ্ধ করলেন জাসিন্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলাকারী সন্ত্রাসী বেন্টন টরেন্ট যে ইশতেহারটি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ অন্যদের কাছে শেয়ার করেছিল, জাসিন্ডা আরডার্নের সরকার তা নিষিদ্ধ করে অবৈধ ঘোষণা করল ।

নিউজিল্যান্ডের ফিল্ম অ্যান্ড লিটারেচারের চিফ সেন্সর বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই ইশতেহারটি কোনও ভাবেই ডাউনলোড বা শেয়ার করা যাবে না। কেউ তা শেয়ার করার চেষ্টা করলে, শাস্তির মুখে পড়তে হবে।

১৫ মার্চ ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে জোড়া সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন শহিদ হন। মসজিদে নামাজরতদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে এক শ্বেতাঙ্গ বর্ণবাদী সন্ত্রাসী।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়ে যায় অস্ট্রেলীয় ওই সন্ত্রাসী। তখনই জানা যায়, নাশকতার কিছুক্ষণ আগে ই-মেইল করা তার ইশতেহারের কথা। যেখানে অভিবাসীদের উপর তার বিদ্বেষের কথা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, সন্ত্রাসী এ হামলায় বাংলাদেশি শহিদদের লাশ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ