মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময়

গোলানে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানিসহ ৫ দেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া গোলান উপত্যকায় ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতির সিদ্ধান্ত একযুগে প্রত্যাখ্যান করেছে প্রভাবশালী ৫ দেশ। এগুলো হলো,  ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও পোল্যান্ড।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউরোপের এই পাঁচ দেশ জানায়, সংস্থাটির রেজুলেশনে সন্নিবেশিত আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েল-অধিকৃত সিরিয়ার ভূখণ্ডটির বিষয়ে তারা তাদের অবস্থান পালটাবে না।

বেলজিয়ামের দূত মার্ক পেস্টিন ডি বুইটসওয়ের্ভ সাংবাদিকদেরকে বলেন, ১৯৬৭ সালের জুন মাসের পর থেকে ইসরায়েল গোলান উপত্যকাসহ যে ভূখণ্ডগুলো দখল করেছে, সেগুলোতে দেশটির সার্বভৌমত্ব স্বীকার করি না। এগুলোর বিষয়ে একতরফা সিদ্ধান্তও মানি না।

তিনি বলেন, এই অবৈধ স্বীকৃতির ফলে উভয় দেশের সীমান্তে উত্তেজনা বাড়তে পারে যা আঞ্চলিক সমস্যায় পরিণত হবে।

সোমবার গোলান উপত্যকায় ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার ঘোষণাপত্রে সই করেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউজ সফরের পর এই আনুষ্ঠানিক স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এটিই যুক্তরাষ্ট্রের জন্য গোলানে ইসরায়েলের সার্বভৌমত্বের ‘পুরোপুরি স্বীকৃতি’ দেয়ার উপযুক্ত সময়। সোমবারের ঘোষণাপত্রটির মাধ্যমে তার এই মন্তব্য আনুষ্ঠানিক রূপ পায়।

আগামী ৯ এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনের আগে নেতানিয়াহুকে দেয়া এই সমর্থন তাকে অনেকাংশে এগিয়ে রাখবে। হোয়াইট হাউজে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, এর জন্য অনেক সময় লেগে গেছে।

ইসরায়েল ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি উপত্যকার অধিকাংশ দখল করে নেয় এবং ১৯৮১ সালে এখানে নিজেদের শাসন ও আইন বলবৎ করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনও গোলান উপত্যকায় ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করেনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ