আওয়ার ইসলাম: মহাকাশে অনুসন্ধান চালাতে প্যান আরব নামের একটি চুক্তি স্বাক্ষর করেছে ১০টি আরব দেশ।গত সপ্তাহে আবুধাবিতে গ্লোবাল স্পেস কংগ্রেস প্রোগ্রামে এ চুক্তি স্বাক্ষর হয়। খবর আরব নিউজ
মহাকাশে অনুসন্ধান চালানো দেশগুলো হলো, সৌদি আরব, মরক্কো, লেবানন, কুয়েত, বাহরাইন, জর্ডান, আলজেরিয়া, মিসর, সুদান ও আরব আমিরাত।
এ বিষয়ে দুবাইয়ের আমির শেখ মুহাম্মদ বিন রশিদ আল-মাকতুম বলেন, আমাদের সম্মিলিত প্রথম মহাকাশ সিস্টেম এটি, যা আরব আমিরাত তৈরি করছে। আমাদের নতুন উপগ্রহ ‘৮১৩’ নামে পরিচিত।
জানা যায, উদ্যোগটি উপগ্রহগুলোর উন্নয়ন ও সহযোগিতা করবে যা আরব বিশ্বের কাছে উপহার হবে। এতে আরব দেশ থেকে বিজ্ঞানীরা ও প্রকৌশলীরা অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে আরব দেশগুলোর সহযোগিতা নিয়ে মহাকাশ গবেষণার উন্নতি নিয়ে আলোচনা করা হয়। আরব দেশগুলোর প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
আরআর