আওয়ার ইসলাম: কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী।
কেউ না পারলে আমাকে দায়িত্ব দিক। কাশ্মীরে গিয়ে থাকব।ওখানকার মানুষদের সঙ্গে কথা বলব। সমস্যা বোঝার চেষ্টা করব। পরিবর্তে কিছু চাই না আমার।’
বুধবার (২৭ মার্চ) ভারতের লোকসভা নির্বাচনে দলের ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। এতে রাজ্যের সফল প্রকল্পের উদাহরণ তুলে ধরে তিনি জাতীয় স্তরেও উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মোদী-শাহ জুটির শাসনে দেশের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাশ্মীর সমস্যা সমাধান ও যোজনা কমিশন ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য রাখেন মমতা।
ইশতেহার প্রকাশ করে মমতা বলেন, ভোটের পর অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করা হবে। তার ভিত্তিতেই সরকার গঠন হবে।
সব শ্রেণি ও বয়সের মানুষের কথা ভেবেই ইশতেহার তৈরি করা হয়েছে বলে জানান তিনি। কৃষকদের জীবিকা ও আয়ের ব্যবস্থা, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষাতেই জোর দিয়েছেন মমতা।
আরএইচ/