আওয়ার ইসলাম: অস্ট্রিয়ার উগ্র ডানপন্থী সংগঠন ‘আইডেনটিটারিয়ান মুভমেন্ট’ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন শহীদের ঘটনায় জঙ্গি ব্রেনটন হ্যারিসন টারান্ট-এর কাছ থেকে অর্থ নিয়েছে ।
বুধবার অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ এ কথা বলেন। দ্য আইডেনটিটারিয়ান মুভমেন্ট হচ্ছে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ভিত্তিক ইউরোপিয়ান ও উত্তর আমেরিকার উগ্র ডানপন্থী সংগঠন।
চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, আমরা এখন নিশ্চিত করে বলতে পারি যে, ওই ঘটনার সঙ্গে আর্থিক সহায়তা এবং নিউজিল্যান্ডে জঙ্গি হামলাকারী ও অস্ট্রিয়ার আইডেনটিটারিয়ান মুভমেন্টের সঙ্গে সম্পৃক্ততা ছিল।
গ্রাজ শহরের আইনজীবীদের একজন মুখপাত্র বলেন, ১৫ মার্চ ক্রাইস্টচার্চে হামলার ইস্যুতে আইডেনটিটারিয়ান মুভমেন্টের প্রধান মার্টিন সেলনার ২০১৮ সালের শুরুর দিকে অভিযুক্ত হামলাকারীর নামের মতো একই নামের এক দাতার কাছ থেকে ১ হাজার ৫০০ ইউরো নিয়েছেন।
ইউটিউবে প্রকাশিত দুটি ভিডিও বার্তা প্রকাশের বিষয়ে রয়টার্সের প্রশ্নের কোনো জবাব দেননি মার্টিন সেলনার । তবে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি সন্ত্রাসী সংগঠনের সদস্য নই। ওই লোকের (জঙ্গি ব্রেনটন হ্যারিসন টারান্ট-এর জন্য আমার কিছু করার নেই। তবে আমি নিস্ক্রিয়ভাবে তার কাছ থেকে অনুদান নিয়েছিলাম।’
নিউজিল্যান্ড পুলিশ বলছে, গোটা নিউজিল্যান্ডে ও আন্তর্জাতিকভাবে তদন্তকারীরা এ বিষয়ে ব্যাপক তদন্ত চালিয়েছেন। তবে তদন্তের বিষয়ে তাঁরা বিস্তারিত জানাননি।
আরএইচ/