আওয়ার ইসলাম: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্টুরেন্টের বাইরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫জন নিহত হয়েছেন। এঘাটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
বৃহস্পতিবার দেশটির রাজধানী শহরের মোগাদিসুতে ওই বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সোমালিয়ার পুলিশ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আত্মঘাতী ওই হামলার পর সেখানে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয় এবং পাশের দুটি হোটেল ধ্বংস হয়ে যায়। তাছাড়া এলাকার আকাশ ধোয়ায় কালো হয়ে যায়।
আলজাজিরাকে স্থানীয় আইমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আব্দুল কাদির আদনান বলেন, আত্মঘাতী ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন। তাছাড়া আহত হয়েছেন ১৬ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী গোষ্ঠীটি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন হামলা চালিয়ে আসছে। তাদের টার্গেটের মধ্যে নিরাপত্তা চৌকি, হোটেল ও সরকারি অফিসও রয়েছে।
আরএইচ/