আওয়ার ইসলাম: মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা।
গত বছর অক্টোবরে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণার পর শুক্রবার ( ৩০ মার্চ) পর্যন্ত দেশটিতে ইবোলা ভাইরাস সংক্রমণে ৬৬০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সংক্রমিত হয়েছেন আরও ৩৯৯ জন।
শুক্রবারই নতুন করে ১৫ জনের ইবোলা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
অথচ দুই সপ্তাহ আগেও দেশটির স্বাস্থ্যকর্মীরা বলেছিলেন, আগামী সেপ্টেম্বর নাগাদ দেশ ইবোলা মুক্ত হবে।
নতুন করে ইবোলা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে স্থানীয়দের মধ্যে ‘ফার্স্ট রেসপন্স টিম’র প্রতি অনাস্থা এবং হামলাকে দায়ী করা হচ্ছে।
গত মাসে দেশটিতে অন্তত পাঁচটি ইবোলা সেন্টারে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।এ হামলার কারণে আন্তর্জাতিক চিকিৎসা দাতব্য সংস্থা মিতস সঁ ফঁতিয়া (এমএসএফ) গত মাসে থেকে কঙ্গোতে তাদের ইবোলা সেন্টারগুলো বন্ধ করে দিয়েছে।
২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারিতে ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
আইএ