আওয়ার ইসলাম: গত সোমবার রাত থেকে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট ২ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফিলিস্তিন গণপূর্ত ও হাউজিং মন্ত্রণালয়ের উপসচিব নাজি সারহান। খবর আন্দালুর।
তথ্য মন্ত্রণালয়ের সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নাজি সারহান বলেন, সাম্প্রতি ইসরায়েলের আগ্রাসনে প্রায় দেড় মিলিয়ন ডলারের ৩০টি স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধ মিলিয়ন ডলারের প্রায় ৫০০টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
সারহান বলেন, ইসরায়েলের সেনাবাহিনী অত্যধিক শক্তিশালী ও ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, যা লক্ষ্যবস্তু স্থানগুলির আশেপাশের গুরুতর ক্ষতি করেছে। এর ফলে শত শত ফিলিস্তিনি তাদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় গাজা উপত্যকার মোট ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গণপূর্ত মন্ত্রী মুফিদ আল হাসানাহ।
প্রসঙ্গত, সোমবার সকালে গাজা উপত্যকা থেকে তেল আবিব রকেট হামলার জবাবে সন্ধ্যা থেকে দখলদার ইসরায়েল বাহিনী প্রচণ্ড চালায়। মিসরের মধ্যস্থতায় সোমবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হলেও মঙ্গলবার সকালে থেকে ফের হামলা শুরু করে ইসরায়েল।
মঙ্গলবার গভীর রাত ও বুধবার সকালে বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে মোট ১৯ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল।
-এএ