মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময়

মোহাম্মদ সা’দকে শহিদ করলো ইসরায়েলি সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি সেনাদের গুলিতে গাজা সীমান্তে এক ফিলিস্তিনি তরুণ শহিদ হয়েছেন৷ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার স্থানীয় সময় সকালে গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের গুলিতে মোহাম্মদ সাদ নামে ২১ বছর বয়সি ঐ তরুণ নিহত হয়৷

ইসরায়েলের গাজা সীমান্ত বন্ধ করে দেয়ার প্রতিবাদে গত এক বছর ধরে সীমান্তে গণ-প্রতিবাদ করে আসছে ফিলিস্তিনের আন্দোলনকারীরা৷ আন্দোলনের এক বছর পূর্তিতে আজ শনিবার ( ৩০ মার্চ) বিক্ষোভকারীরা সীমান্তে আন্দোলন শুরু করার কয়েক ঘণ্টা আগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷

ডয়চে ভেলে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে জানিয়েছে, ২০০৭ সালে হামাস এর হাতে গাজার নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর গাজা সীমান্ত বন্ধ করে দেয় ইসরাইল ও মিশর৷ সীমান্ত বন্ধ করে দেয়ার এ ঘটনায় ফিলিস্তিনের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়৷

এপির প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে যে, সীমান্ত বন্ধ করে দেয়ার পর গাজায় খাবার পানি ও বিদ্যুতের চরম সংকট দেখা দেয়৷ এ অবস্থা চলতে থাকলে গাজা খুব দ্রুতই ‘অবাসযোগ্য' হয়ে পড়বে বলে সতর্ক করে জাতিসংঘ৷

এদিকে, সীমান্ত খুলে দেয়ার দাবিতে গত এক বছর ধরে গণ-প্রতিবাদের আয়োজন করছে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার আন্দোলনকর্মীরা৷ প্রতি সপ্তাহের শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত তারা সীমন্তে প্রতিবাদ জানায়৷

এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাদের হাতে অত্যন্ত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে একাধিক বার্তাসংস্থা জানিয়েছে৷ এ সময়ে দু'জন ইসরায়েলি সেনা সদস্যও নিহত হয়েছে বলেও জানা গেছে৷

শনিবারের এ ঘটনা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিব্রতকর অবস্থায় ফেলেছে৷ দেশটির জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ঘটনা হামাসকে নিয়ন্ত্রণে নেতানিয়াহুর সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে৷

গত এক সপ্তাহ ধরেই ইসরাইল-ফিলিস্তিন সীমান্তে অস্থিরতা বিরাজ করছে৷ গত সপ্তাহে তেল আবিবে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট হামলা চালানো হলে বেশ কয়েকজন আহত হয়৷ প্রতিবাদে পাল্টা হামলা চালায় ইসরাইল৷

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ