মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

এরদোগানকে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানের টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট (একে) পার্টির বিজয়ে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে শুভেচ্ছা জানিয়েছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান।

এক টুইট বার্তায় তিনি বলেন, পাকিস্তানের জনগণ এরদোগানের আরো বিজয় কামনা করছেন।

এর আগে রোববারে অনুষ্ঠিত তুরস্কের স্থানীয় নির্বাচনে নিজ দলের বিজয় ঘোষণা করেন প্রেসিডেন্ট এরদোগান। সোমবার সকাল থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। তবে রাজধানীতে বিরোধী দলের বড় ধরনের জয়কে একে পার্টির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া এ নির্বাচনকে এরদোগানের জনপ্রিয়তার জন্য বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করেছেন বিশ্লেষকরা। দেশটির আট কোটি ১০ লাখ লোক বর্তমানে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন।

আঙ্কারার পৌর মেয়র হিসেবে বিরোধীদল জয়ী হলেও বাকি ২৫ জেলায় একে পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে রাজধানীতে গত ২৫ বছর ধরে এরদোগানের দল ও তার পূর্বসূরি ইসলামপন্থীরা বিজয়ী হয়ে আসছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ