আওয়ার ইসলাম: তুরস্কে স্থানীয় নির্বাচনে একে পার্টি জয়ী হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
নির্বাচন শেষে রোববার টেলিফোনে এ অভিনন্দন জানান মাহমুদ আব্বাস। সেইসঙ্গে ফিলিস্তিনি সংকটে তাদের সমর্থন দেয়ায় তুরস্কের প্রেসিডেন্টের প্রশংসাও করেছেন।
এ সময় ফিলিস্তিনি প্রেসিডেন্টকেও ধন্যবাদ জানিয়ে ফিলিস্তিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তুর্কি প্রেসিডেন্ড। সূত্র: ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
প্রসঙ্গত, রোববার তুরস্কে অনুষ্ঠিত স্থানীয় মেয়র নির্বাচনে ৫৬ শতাংশ পৌরসভায় ক্ষমতাসীন দল একে পার্টি জয়লাভ করে। এর মাধ্যমে একে পার্টি পরপর ১৫ বার নির্বাচিত হলো।
আরএইচ/