মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জমিয়তের মতবিনিময়

দুবাইয়ের মাটিতে তৈরি হলো 'হলি কুরআন পার্ক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতের দুবাই এর আল-খাওয়ানিজ অঞ্চলে ৬৪ হেক্টর জমির ওপর নির্মিত হলো ‘হলি কুরআন পার্ক’। প্রকল্পটি নির্মাণে দুবাই মুদ্রায় ২৭ মিলিয়ন অর্থ ব্যয় হবে। দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৯ মার্চ এ কুরআনিক পার্কের উদ্বোধন করা হয়।

‘হলি কুরআন পার্ক’-এর এক প্রান্তে পবিত্র কুরআনে উল্লিখিত উদ্ভিদসমূহ লাগানো হয়েছে। তন্মধ্যে অনেক উদ্ভিদ দ্বারা ভেষজ চিকিৎসা করা যায়। দক্ষিণ স্পেনের ‘আল আন্দালুস’ বাগানের শৈলীতে নির্মিত একটি গুহা এবং বিভিন্ন উদ্ভিদ পরিদর্শন এবং বিক্রয়ের জন্য একটি কাঁচের ঘরও রয়েছে এখানে।

Park

গুহার মধ্যে কুরআনের উল্লেখিত অলৌকিক বিষয়গুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এ পার্কে -একটি বৃহৎ গ্রিনহাউজ, মরুভূমির বাগান এবং দক্ষিণ স্পেনের বাগানগুলির শৈলীতে নির্মিত হবে আন্দালুসিয়ান বাগান রয়েছে।

পবিত্র কুরআনে বর্ণিত ৫৪ প্রজাতির মধ্যে ৩৫টি পার্কের অভ্যন্তরে প্রদর্শিত হবে এবং অবশিষ্ট ১৫টি গ্রিন হাউজে প্রদশিৃত হবে এবং আরো ২০টি প্রজাতি পার্কের বাইরের প্রদর্শিত হবে। পার্কে একটি টানেল আছে যা অলৌকিক ঘটনার অডিওসহ চিত্র তুরে ধরবে।

কুরআনের আলোকে তৈরি হলো যে পার্ক

পার্কটিতে একটি দৃষ্টিনন্দন প্রধান প্রবেশ পথ, একটি প্রশাসনিক ভবন, একটি ইসলামি বাগান, শিশুদের খেলার জায়গা, বসার চমৎকার জায়গা, হাঁটার আকর্ষণীয় পথ, ওমরা কর্নার, একটি আউটডোর থিয়েটার, কুরআনের মহিমা প্রদর্শনের স্থান ও ফোয়ারা, বাথরুম, একটি কাচের ভবন, একটি মরূদ্যান, একটি পাম বাগান, একটি লেক, একটি রানিং ট্র্যাক, একটি সাইক্লিং ট্র্যাক ও একটি হাঁটার ট্র্যাক রয়েছে পার্কটিতে।।

উদ্যোক্তারা মনে করছেন, গ্লাস হাউস এবং কুরআনের অলৌকিক গুহা দু’টি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হবে। গ্লাস হাউসে ১৫ ধরনের উদ্ভিদ লাগানো হবে। যে উদ্ভিদগুলোর কথা কুরআনে বলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ