আওয়ার ইসলাম:নেপালের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড়বৃষ্টিতে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাতে আহত হয়েছেন প্রায় ৪‘শতাধিক লোক। নেপালের প্রধানমন্ত্রী ঝড়বৃষ্টিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
৩১ মার্চ (রোববার) সন্ধ্যায় নেপালের বারা ও পারসা জেলার ওপর দিয়ে ভারী ঝড়বৃষ্টি বয়ে যায়ার কারণে এ হতাহতের ঘটনা ঘটে।
আজ সোমবার ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এক টুইট বার্তায় ঝড়ে ২৫ জনের মৃত্যু ও চার শতাধিক ব্যক্তির আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
বারা জেলার শীর্ষ কর্মকর্তা রাজেশ পাউদেল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছতে পারেননি, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। খবর বিবিসি।
প্রধানমন্ত্রীর টুইটে বলা হয়েছে, উদ্ধার কার্যক্রম পরিচালনায় ও জরুরি ত্রাণ সহায়তা দেয়ার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
তীব্র ঝড়োবৃষ্টির কারণে বড় বড় গাছ, বৈদ্যুতিক খুটি উপড়ে পড়েছে। এরফলে হতাহতের ঘটনা আরো বেশি ঘটেছে বলে জনানা দেশটির ইলিক্ট্রেনিক সাংবাদমাধ্যমগুলো।
আরএইচ/