আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামা জেলার লসিপোরায় ভারতীয় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ৪জন স্বাধীনতাকামীদের হত্যা করে।
তবে পুলিশের দাবি, নিহতরা সকলে লস্কর-ই-তৈবার সদস্য।
খবরে আরো বলা হয়েছে, ওই পুরো এলাকা ঘিরে রেখেছে দেশটির সেনাবাহিনী।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলায় ৪২ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হন। এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
আরএম/