আওয়ার ইসলাম: ভারতের সিয়াচেনে তুষারধসে দুইজন ভারতীয় সেনার মৃত্যু ঘটেছে। সে সময় ওই দুই সেনা সিয়াচেন হিমবাহের ১৮০০ ফুট উঁচুতে টহল দিচ্ছিলেন। শনিবার সকালে হিমবাহে তুষারধসের ঘটনাটি ঘটে।
ঘটনার পর পরই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের উদ্ধার তৎপরতায় তুষারের নিচে চাপা পড়া ওই দুইজন সেনা সদস্যকে দ্রুত খুঁজে বের করা সম্ভব হয়। এরপর তুষারের নিচ থেকে টেনে তোলার সঙ্গে সঙ্গেই একটি হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকদের প্রায় সব ধরনের চেষ্টা পরও ওই দুই সেনা সদস্যকে বাঁচানো সম্ভব হয়নি। তুষারের নিচে দমবন্ধ হয়ে আগেই তারা মারা গিয়েছিলেন।
এর আগে ১৮ নভেম্বর একইরকম আরেকটি হিমবাহ ধ্বসের ঘটনায় সিয়াচেনে চারজন সেনা ও দুইজন সাধারণ নাগরিক মারা যাওয়ার ঘটনা ঘটেছে। সূত্র: ইন্ডিয়া টুডে।
-এএ