মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যাত্রী কল্যাণ সমিতির ৯ দফা সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন সড়ক পরিবহন আইনের সুফল পেতে ৯ দফা সুপারিশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক আলোচনা সভায় সংগঠনটির মহাসচিব মুহা. মোজাম্মেল হক চৌধুরী এ সুপারিশগুলো তুলে ধরেন।

সভায় মোজাম্মেল হক বলেন, নতুন সড়ক আইনে বেশ কিছু ইতিবাচক দিক থাকলেও প্রস্তুতি ও প্রচারের অভাবে এই আইন বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাড়াঁবে। তবে, আইন প্রয়োগকারী সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক ও জনসাধারণের আন্তরিক সহযোগিতা পেলেই কেবল এই আইন বাস্তবায়ন সম্ভব।

‘কারণ যানজট ও দুর্ঘটনায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত। পুরনো আইনের মতো নতুন আইনেও যাত্রীসাধারণের প্রতিনিধিত্ব না রাখায় মালিক-শ্রমিকরা জনগণকে জিম্মি করলে সরকারের অসহায়ত্ব আরও বেড়ে যাবে’।

এ সময় তিনি সড়ক আইনের সুফল পেতে ৯ দফা সুপারিশ তুলে ধরেন। সুপারিশ গুলো হলো— ১. নিরাপদ চালক ও ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা, ২. ফিটনেসবিহীন যানবাহন ফিটনেস নিশ্চিত করা, ৩. ফুটপাতকে হাঁটার উপযোগী করা ও পথচারীকে সচেতন করা, ৪. অবৈধ পার্কিং বন্ধ করে পার্কিং নিশ্চিত করা, ৫. সড়কের চাঁদাবাজি বন্ধ করা, ৬. মহাসড়কের সার্ভিস রোড নিশ্চিত করা, ৭. বিআরটিএ-এর সক্ষমতা বৃদ্ধি করা, ৮. ট্রাফিকের বড় অঙ্কের জরিমানায় সিসিটিভি ফুটেজ নিশ্চিতের ব্যবস্থা করা এবং ৯. নিবন্ধনবিহীন ছোট গাড়িগুলোকে নিবন্ধনের আওতায় আনা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন, সাংবাদিক আবু সাঈদ খান, আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, এফবিসিসিআই’র পরিচালক ও গণপরিবহন বিশেষজ্ঞ আবদুল হক, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য শরীফুজ্জামান শরীফ।

ড্রাইভার্স ট্রেনিং সেন্টার’র চেয়ারম্যান নুর নবী শিমু, নেমস মোটরস লিঃ’র জিএম নুর উদ্দিন জাহাঙ্গীর, ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান বাদল আহমেদ, সাংবাদিক সিরাজুম মুনিরা নীরা, যাত্রী কল্যাণ সমিতি যুগ্ম-মহাসচিব এম. মনিরুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ