মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
শায়খে চরমোনাইয়ের এক আসনে প্রার্থী প্রত্যাহার জামায়াতের পবিত্র রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ স্পেনে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক যাদের ৩ ভোটও নেই, তারা হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেব না : মির্জা ফখরুল  শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী ছাত্র আন্দোলন আমিরসহ জামায়াতের শীর্ষ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’ জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী হাসনাতের আসনে সরে দাঁড়ালেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দির টানা ৭৭ দিন অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি বন্দি মাহের আল-আখরাস ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে টানা ৭৭ দিন ধরে অনশন করছেন। এরই মধ্যে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছে বলে জানা গেছে। পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

তারা জানায়, ইসরায়েলের কথিত প্রশাসনিক বন্দিত্বের প্রতিবাদে তিনি এই অনশন শুরু করেছেন। ফিলিস্তিনিদের বন্দিবিষয়ক কমিশনের প্রধান কাদরি আবু বকর বলেন, অনশনরত আখরাসের স্বাস্থ্যের অবস্থা চরম বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। আখরাস এর পাশের কক্ষে বন্দিদের ভেতরে করোনাভাইরাসের সংক্রমণ চিহ্নিত করার পর তাঁকে কাপলান হাসপাতালের আলাদা একটি সেকশনে স্থানান্তর করা হয়েছে।

আবু বকর বলেন, আখরাস মারাত্মক রকমের দুর্বল ইমিউনিটি সিস্টেমে ভুগছেন ও তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো এখন আর কাজ করছে না।

আবু বকর আরও জানান, আগামী দিনগুলো আখরাসের দাবি ও তাঁর মারাত্মক স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এর আগে শনিবার এক বিবৃতিতে ইসলামি জিহাদ আন্দোলনের নেতা বলেন, আখরাসের স্বাস্থ্যগত অবস্থা এই ইঙ্গিত দেয় যে, ইহুদিবাদী ইসরায়েল তাঁকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে।

ওই নেতা বলেন, ‘আমরা রাষ্ট্রীয়ভাবে সতর্কতা জারি করছি এবং ফিলিস্তিনি বন্দিদের হত্যা করার সুযোগ দেব না। আমাদের কোনো মুজাহিদকে এভাবে হত্যা করা আমরা রেডলাইন হিসেবে গণ্য করব এবং এই হত্যার পরিণতি কী, তা ইসরায়েলের কারা কর্তৃপক্ষের বোঝা উচিত।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ