সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

জ্ঞান বিজ্ঞান ইতিহাস সভ্যতায় নিজস্ব বয়ান বিনির্মাণ করতে হবে: মুসা আল হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ঢাকাস্থ ‘সেন্টার ফর ইসলামিক স্টাডিজ এন্ড থট’ এর উদ্যোগে এক জ্ঞানচক্র আয়োজিত হয়েছে। মস্তিস্ক শাসন প্রক্রিয়া এবং উত্তরণের উপায় শিরোনামে আয়োজিত এ জ্ঞানচক্র পরিচালনা করেছেন কবি ও গবেষক মুসা আল হাফিজ। এতে তিনি রাজনীতি সচেতন ও রাজনৈতিক বোধ সম্পন্ন জাতি গড়ে তোলার ওপর জোর দেন।

তিনি বলেন, বুদ্ধিবৃত্তি ও ইতিহাসের ইউরোপীয় বয়ানকে প্রশ্ন করতে হবে। আমাদের মুসলিম পরিচয়ের ভিত্তিতে জ্ঞান বিজ্ঞান ইতিহাস সভ্যতায় নিজস্ব বয়ান বিনির্মাণ করতে হবে। সেজন্য চাই নিরবিচ্ছন্ন অধ্যয়ন, বদ্ধ দেয়াল ভেঙে উন্মুক্ত জ্ঞান সাধনা। তবেই মানবতার মুক্তি সম্ভব।

ঢাকায় জ্ঞানচক্রটি ২০১৯ সাল থেকে নিয়মিত চলে আসছে। ২০২১ সালে এটি আরো সুন্দর ও সূচারুরূপে পরিচালনার জন্য মুসা আল হাফিজ এগারো সদস্যবিশিষ্টি প্রাথমিক সমন্বয় কমিটি ঘোষণা করেন। মুহাম্মদ ফজলে রাব্বী আফসারকে সমন্বয়ক করে মুহাম্মদ আল জাবের, বখতিয়ার মুজাহিদ সিয়াম ও জোভান আহমেদ রকিকে যুগ্ম সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। অন্যান্যরা হচ্ছেন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম জাভেদ, প্রচার সম্পাদক সাহিন হোসেন, সহ-প্রচার সম্পাদক মাহিয়ান ফারদিন, অর্থ সম্পাদক শামসুত তাবরিজ, যুগ্ম অর্থ সম্পাদক রহমাতুল্লাহ, তথ্য প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান এবং সমন্বয় সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ।

নতুন কমিটি নিয়মিতভাবে জ্ঞানচক্রের কার্যক্রম আয়োজনের প্রতিজ্ঞা ব্যক্ত করেন। কমিটি আশা করে জাতির বুদ্ধিবৃত্তিক মুক্তি ও জাগরণের আন্দোলনকে নিয়মিত জ্ঞানচক্রের মাধ্যমে আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে পারবে। উস্তাদ মুসা আল হাফিজ নতুন কমিটিকে উদ্দেশ্য করে বলেন, সময় আমাদের মূলধন। সময় উৎপাদনশীল খাতে ব্যয় করুন। দৈনন্দিন অনুৎপাদনশীল কাজগুলোকে চিহ্নিত করে সেগুলো বাদ দিন। জীবনকে অর্থবহ করে তুলতে হলে মুহূর্তগুলোকে যথোচিতভাবে কাজে লাগাতে হবে। জ্ঞানকে কীভাবে জীবনের যাপনে পরিণত করতে হয়,সেটা শিখতে হবে। উল্লেখ্য, ঢাকার সায়েদাবাদে প্রতিষ্ঠানটির কার্যালয়ে জ্ঞানচক্রটি নিয়মিত অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ