আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশার কারণে সম্ভব্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।
বৃহস্পতিবার মাঝ রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। নৌরুটে নিকটবর্তী কিছুই দেখতে না পাওয়ায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
যাত্রী ও যানবাহনবোঝাই তিনটি ফেরি মাঝ নদীতে আটকে রয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। প্রচণ্ড কুয়াশা আর শীতে চরম দুর্ভোগে মধ্যে জুবুথুবু হয়ে পড়েছে ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, নৌরুটে মাঝ রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট দেখা যায়। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় মাঝ নদীতে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে অপেক্ষমান যানবাহনের সারি দীর্ঘ থেকে আরো দীর্ঘ হচ্ছে।
উভয় ঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় আবার ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
-এএ