আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ওয়ারী ‘রাজধানী সুপার মার্কেটের’ সামনে সড়ক দুর্ঘটনায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পড়ে ছিল ওই ব্যক্তি। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, পথচারীদের মাধ্যমে জানতে পেরেছি দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যান ওই ব্যক্তি। তার বাসা গেন্ডারিয়া এলাকায়। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
-এএ