মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :

দেশের দু’টি জেলা ও এক বিভাগে বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের দু’টি জেলা ও একটি বিভাগে হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২২ ডিসেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন মালাক্কা প্রণালীতে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল ও লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এবং বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে।

এই অবস্থায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ